Thursday, September 10, 2015

শিশুদের সামনে ধূমপান ঠিক নয়!

বিশেষজ্ঞরা বলেন, যাঁরা পরোক্ষ ধূমপায়ী অর্থাৎ যাঁরা ধূমপান করেন না, তবে ধূমপায়ীদের কাছাকাছি থাকেন তাঁরাও বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়তে পারেন। এখন কেউ যদি শিশুদের সামনে ধূমপান করে কোমলমতি শিশুরা নিজেরা ধূমপান না করেও অপরের করা ধূমপানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষজ্ঞদের বরাত দিয়ে বোল্ডস্কাই জানিয়েছে শিশুদের সামনে ধূমপান করলে তাদের কী ধরনের স্বাস্থ্যঝুঁকি হয়।
[X]
প্রথম কারণ
পরোক্ষ ধূমপান শিশুদের নিউমোনিয়া এবং ব্রংকাইটিস তৈরি করতে পারে।
দ্বিতীয় কারণ
বিশেষজ্ঞরা বলেন, শিশুদের সামনে ধূমপান করলে তাদের ফুসফুসের বৃদ্ধি ধীরগতির হয় এবং ফুসফুস ভীষণভাবে আক্রান্ত হতে পারে। এমনকি কখনো কখনো ফুসফুসে ক্যানসারও হতে পারে।
তৃতীয় কারণ
অভিভাবকরা যদি ঘরে বা তার পাশে ধূমপান করেন, তাহলে শিশুদের কানেও সংক্রমণ হতে পারে।
চতুর্থ কারণ
কেবল শিশুর জন্মের পরই নয়, আগেও মায়ের পেটে থাকা অবস্থায় এই পরোক্ষ ধূমপান ক্ষতির কারণ হতে পারে। পরোক্ষ ধূমপান শিশুর ভ্রূণের বৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করে।
পঞ্চম কারণ
ধূমপায়ীদের সঙ্গে থাকলে শিশুর শ্বাসকষ্টের সমস্যা হতে পারে এবং কফের সমস্যা হয়।
ষষ্ঠ কারণ
শিশুরা বড়দের দেখে শেখে। যখন আপনি তার সামনে ধূমপান করবেন, তখন সিগারেটের প্রতি তার আগ্রহ বাড়বে এবং শারীরিক ক্ষতির ভয় দূর হয়ে যাবে। এ কারণে একসময় সেও ধূমপায়ী হতে উঠতে পারে!

No comments:

Post a Comment