অনেক
উন্নত হয়েছে বর্তমানের চিকিৎসা ব্যবস্থা। বিভিন্ন ধরনের পরীক্ষা করেই
চিকিৎসকরা বুঝে নিতে পারেন সঠিক রোগটি কী। কিন্তু প্রাচীনকালে চিকিৎসকদের
কাছে এত পরীক্ষার সুযোগ থাকত না। তখন তারা বিভিন্ন শারীরিক লক্ষণের ওপরে
নির্ভর করে চিকিৎসা করতেন। এ রকমই আঙুলের নখ দেখে চিকিৎসা করা হতো চীনে।
দেখে নিন নখের কোন লক্ষণ কোন রোগের ইঙ্গিত দেয়।
প্রথমত, আঙুলের মাংস থেকে নখ পৃথক হয়ে
আসা। জীবাণুর সংক্রমণ, থাইরয়েড রোগ, ড্রাগ রিয়েকশন, নখ অস্বাভাবিক শক্ত
হওয়া প্রভৃতি সমস্যায় এ রকম হতে পারে। দ্বিতীয়ত, নখ হলুদ হওয়া। এটা জন্ডিস,
ব্রঙ্কাইটিস, শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বা হাতফোলা রোগের আভাস দেয়।
তৃতীয়ত, চামচ আকৃতির নখ। শরীরে আয়রনের অভাব ও রক্তশূন্যতায় এমনটা হয়।
চতুর্থত, নখের অস্বাভাবিক বক্রতা। এর কারণ
হতে পারে হৃদরোগ, রক্তে অক্সিজেনের স্বল্পতা, কার্ডিওভাসকুলার রোগ বা
লিভারের রোগের মতো জটিল রোগ। পঞ্চমত, নখ যদি হয় অস্বচ্ছ। এর কারণ হয়তো
অপুষ্টি, হৃদক্রিয়ার সমস্যা, ডায়াবেটিস বা যকৃতের রোগ।
No comments:
Post a Comment